বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানের প্রতিবাদে বড়ঞা ব্লকের রামনগর এলাকায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করল বিজেপি। মঙ্গলবার বিকেলে উপস্থিত জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। জানা গিয়েছে, মালদহের চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ায় প্রতিবাদে বিজেপির এই প্রতিবাদ সভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করে তৃনমূলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।