জলাশয় থেকে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য,ঘটনার তদন্তে হাড়োয়া থানার পুলিশ। মৃত বৃদ্ধের নাম জাহান আলী মোল্লা,বয়স ৬৮ বছর। সোমবার দুপুর বারোটা নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করেছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ, এদিন সকালে হাড়োয়া ব্লকের মাঝের আইট এলাকার একটি জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।