কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ঢাক ঢোল বাজিয়ে জমজমাট ভাবে পুজিত হলেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বিভিন্ন কালী মন্দিরে,দেখা যায় শুক্রবার কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে সন্ধ্যে ৭টা থেকে চলে কালী পূজা, বুলবুলচন্ডী বুড়ি কালী মন্দিরে রাহুকেতু মা,সহ বুলবুলচন্ডী বাজার কালী মন্দিরে ঢাক ঢোল বাজিয়ে জমজমাট ভাবে পূজা করা হয় কালী মাতার, পুজোকে কেন্দ্র করে মন্দিরে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়,এই উপলক্ষে পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়।