"ধর্ম যার যার, উৎসব সবার"। সরকারি এই স্লোগানের সঙ্গে সংগতি রেখেই মহানবমীতে মালদহে প্যান্ডেল হপিংয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিজে সংখ্যালঘু মহিলা। তবুও দুর্গাপুজো তার কাছে আলাদা আবেগ, আনন্দ বয়ে আনে। মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দেখতেও খুব পছন্দ করেন। একইসঙ্গে বহু মানুষের সঙ্গে জনসংযোগ হয়ে যায় পুজোর অবসরে।