বিভিন্ন জায়গায় আবেদন জানিও হয়নি রাস্তা সংস্কার । তাই নিজেদের মধ্যে চাঁদা আদায় করে ঝালদা দু'নম্বর ব্লকের মাঝিডি অঞ্চলের কাশিডি এলাকায় বেহাল একটি কাঁচা রাস্তার সংস্কার করে ফেলল কাশিডি গ্রামের যুবকদের একাংশ । তাদের অভিযোগ সংস্কারের অভাবে বেহাল এই রাস্তায় সাধারণ মানুষ থেকে যানবাহন চলাচল এবং অ্যাম্বুলেন্স যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়েছিল । বিষয়টি উপলব্ধি করে প্রশাসনের উপর ভরসা রাখতে না পেরে আজ তারা নিজেরাই মোরাম দিয়ে রাস্তাটি মেরামত করে ফেলে ।