বার্নপুরের মধুকুন্ডা স্টেশনে এক যাত্রীকে অল্পের জন্য রক্ষা করলেন RPF যাত্রী সুরক্ষা অভিযানে অর্থাৎ লাইফ সেভিং অভিযানের মাধ্যমের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের মধুকুন্ডা স্টেশনে আজ সকাল ১১টায় এক যাত্রীকে অল্পের জন্য জীবন রক্ষা করতে সক্ষম হলেন এক RPF জাওয়ান। ঘটনার সম্বন্ধে জানা যায় এক যাত্রী টিকিট কেঁটে চলান্ত ট্রেনে চাপার সময় পা স্লিপ করে যায় এবং সে দুর্ঘটনার কবলে পড়ে তখনি এক rpf জোওয়ান তাকে রক্ষা করে