পূর্বস্থলী থানার উদ্যোগে আজ শুক্রবার স্টেশন সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো উপলক্ষে প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়, থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিডিও পৌষালী চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার, স্বাস্থ্য, বিদ্যুৎ ও দমকল বিভাগের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে পুজো শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নানা নির্দেশ দেওয়া হয়। এদিন মোট ২২৬টি পুজো কমিটি এই বৈঠকে অংশ নেয়।