This browser does not support the video element.
রতুয়া ২: রাস্তায় দৌড়িয়ে হাশুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হলো ব্যবসায়ীকে,চৌদুয়ার গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য
Ratua 2, Maldah | Sep 8, 2025
প্রকাশ্য রাস্তায় হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপানো হচ্ছে এক ব্যবসায়ীকে।আতঙ্কে ছোটাছুটি করে পালাচ্ছেন স্থানীয়রা। একসময় রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রইলেন জখম ব্যক্তি।হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার ওই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পুখুরিয়া থানার চৌদুয়ার এলাকার। ঘটনার পর জখম ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদহ মেডিক্যালে রেফার করা হয়।বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই হামলা বলেই জানাগেছে।