চাকনগর অঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে প্রতিবছরের মতো এ বছরও মালদা জেলার গাজোল ব্লকের কাটিকান্দর জুনিয়ার হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেলো বৃহস্পতিবার দুপুর থেকে সুরু করে তাদের অনুষ্ঠান চলে রাত্রি ৯ টা নাগাদ আদিবাসী কুড়মি সমাজের করম পরব পূজা উপলক্ষে ঝুমুর নাচ। আদিবাসী কুড়মি সমাজের কুড়মি পুজো বা করম পরব তাদের এই উৎসবটি হয় ভাদ্র মাসের একাদশী তিথিতে। আদিবাসী কুড়মি সমাজের করম পূজোর নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে করম গাছের ডালকে পূজো আর্চনা করা