ভলেন্টারী সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে সাব্রুম মহকুমার বিভিন্ন বিদ্যালয় বাজারে নেশার বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়।শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সাব্রুম মহকুমার হরিনা,সাব্রুম সহ কয়েকটি বাজারে পথ নাটক করা হয়। গোটা ত্রিপুরা রাজ্যে নেশা একটা মারাত্মক আকার ধারণ করছে।ছোট থেকে বড় প্রায় বেশীরভাগ মানুষ নেশায় আসক্ত হচ্ছে।গাঁজা, ফেনসিডিল, ব্রাউন সুগার ব্যবসা চলছে রমরমা।নেশায় আসক্ত হচ্ছে ছাত্র যুবরাও।এই নেশায় কবলে পরে সর্ব শান্ত হচ্ছে পরিবার