শ্রীরামপুর তমলুক রাজ্য সড়কে সিটোর পাম্প এলাকায় বাইকের সঙ্গে মাছের গায়ে মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে গুরুতর জখম হয় বাইকারি তাকে প্রথমে ময়না হসপিটালে পরে তমলুক হসপিটালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ময়না তমলুক থানার পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ মাসের গাড়ি চালক পলাতক।