সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম এডিসি ভিলেজে উপজাতি যুব ফেডারেশনের কনভেনশন সংগঠিত করা হয়।৩ সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় পতাকা উত্তোলন, শহীদবেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় কনভেনশন।গ্রামে রেগার কাজ নেই।কাজ খাদ্যের অভাব,এডিসি এলাকার রাস্তাগুলি সংস্কারের অভাবে খারাপ হয়ে আছে।রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই।কাজ খাদ্যের ব্যবস্থা করা, রাস্তা সংস্কার করা সহ স্থানীয় দাবিতে এই কনভেনশন সংগঠিত করা হয়।