সাড়ম্বরে পালিত হল জাতীয় শিক্ষক দিবস। রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের শ্রমিক ভবনে সিপিআই পার্টির ছাত্র সংগঠন নিখিল ভারত ছাত্র ফেডারেশনের (AISF) উদ্যোগে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস। অনুষ্ঠানে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষকদের সম্মান জ্ঞাপন করা হয়। উন্নতর ছাত্রসমাজ ও শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার শপথ নেওয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা সিপিআই পার্টির জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ ।