পাড়া ব্লক অফিসের সভাগৃহে পাড়া ব্লক এলাকা বি এল ও দের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। বুধবার দুপুর বারোটা নাগাদ এই শিবির শুরু হয়। শিবিরে উপস্থিত ছিলেন পাড়া ব্লকের বিডিও শ্রী নিলাঞ্জন সিনহা, জয়েন্ট বিডিও রানা ঘোষ,এপিও সৌরভ সেন সহ ডি এম ডি সি ই আর ও অমিত গায়েন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ভোটার তালিকায় সংযোজন বিয়োজন সংশোধন ও স্থানান্তরিতকরণের বিষয়ে বিএল ও দের প্রশিক্ষণ প্রদান করা হয়।