Rajarhat, North Twenty Four Parganas | Sep 5, 2025
পুজোর আগে পেটুক বাঙালিদের জন্য সুখবর। নিউটাউনে এবং কলকাতায় ১২ টি সুফল বাংলার মাঝে স্টল চালু হচ্ছে। পিএম বাইপাসের ধারে ক্যাপ্টেন ভেড়িতে ন্যায্য মূল্যের সুফল বাংলার স্টল থেকে গত তিন মাসে দু লক্ষ টাকার মাছ বিক্রি হয়েছে। এই মাছ বিক্রি থেকে উৎসাহিত হয়ে পূজোর আগে বাঙালিদের মনের আশা মেটাতে তাই উদ্যোগ নিয়েছে মৎস্য দফতর।