শনবিলের ডলুগ্রামে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার। মঙ্গলবার শ্রীভূমি জেলার শনবিলের ডলুগ্রামে বিশাল আকারের অজগর সাপ উদ্ধার হয়। জানা গেছে ডলুগ্রামে জনৈক এক ব্যক্তির বাড়ির পিছনে থাকা জলাশয়ে বসানো রিং জালে আটকা পড়ে এই বিশাল আকারের অজগর সাপ। পরে এই অজগর সাপের খবর শুনতে পেরে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। পরে খবর দেওয়া হয় বনবিভাগে।