শীতলখুচির বুড়া ধরলা নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ। বুধবার বিকেল তিনটা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়। দেহ সনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই ব্যক্তির নাম রঞ্জিত দেব শর্মা। তার বয়স ৫৩ বছর বয়স। তার বাড়ি শীতলকুচি, মনসার ধাম এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে গত পহেলা সেপ্টেম্বর ওই ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ হয় এরপর এদিন খবর পায় শীতলকুচির খেঞ্চি এলাকায় ধরলা নদীতে পড়ে রয়েছে।