জঙ্গলে ছাগল গরু চরাতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়া এক যুবক। একদিন পর জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম লক্ষ্মণ টুডু (২৫) ।বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী থানার বারিদা গ্রামে। রবিবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে। রবিবার সকালে সাঁকরাইল থানার অন্তর্গত পড়শুলি গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ।শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।