রায়গঞ্জ বন্দর আদি দুর্গাবাড়ির প্রায় ৫০০ বছরের পুরনো পুজোতে মহাষ্টমীর অঞ্জলি ও অন্নভোগ মঙ্গলবার নিয়ম মেনে শুরু হয়। প্রতিদিন আলাদা ভোগ দেওয়া হয় এখানে। দ্বাদশীতে এখনও কাঁধে প্রতিমা বহন করে সাতবার ঘুরিয়ে নৌকায় বিসর্জনের ঐতিহ্য বজায় থাকে। এদিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ভিড় সামলাতে জল, আলো-সহ সবরকম ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রদীপ কল্যাণী।