গ্রাহক সেজে এসে ১০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শিব মন্দির বাজার এলাকার একটি সোনার দোকানে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, সোমবার সকালে দোকান মালিক হরিপদ সরকার দোকান খুললে সাড়ে এগারোটা নাগাদ গ্রাহক সেজে এক দুষ্কৃতী দোকানে আসে। সোনার চেন দেখতে থাকলে পরবর্তীতে আরও এক দুষ্কৃতী গ্রাহক সেজে দোকানে ঢোকে। এরপর একের পর এক সোনার অলংকার দেখতে শুরু করে দুইজন।