Sandeshkhali 1, North Twenty Four Parganas | Sep 8, 2025
সোমবার দুপুর দুটো নাগাদ নিত্য বেড়িয়া এলাকায় পূর্ণিমার ভরা কোটালে ভাঙলো নদীর বাঁধ নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের নিত্য বেড়িয়া এলাকায় সোমবার দুপুরে হঠাৎ গৌড়েশ্বর নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হু হু করে নদীর নোনা জল ঢুকতে শুরু করে মেছো ভেড়ি তে। খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা নদীবাঁধ সংস্কারের কাজে হাত লাগিয়েছে। নদীবাঁধ সংস্কারের কাজে হাত লাগা