কেতুগ্রাম থানার বালুটিয়া গ্রামে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে বিষ খেয়ে আত্মঘাতী স্ত্রী। মৃতের নাম মঙ্গলি দাস (৪৩) বালুটিয়া গ্রামে তার বাড়ি। মৃত মহিলার স্বামী সহদেব দাস জানান সাংসারিক ব্যাপারে কথা কাটাকাটি হয় তারপরে বাড়িতে থাকা চাষের কাজের বিষ সে পান করে নেয়। বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে প্রথমে কেতুগ্রাম ওপরে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে Bmch নিয়ে আসা হলে গতকাল রাতে তার মৃত্যু হয়