মোবাইল ফোন কে কেন্দ্র করে বিবাদের জেরে আত্মঘাতী হয় এক গৃহবধূ। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন রবিবার বেলা দুটা নাগাদ জানা যায় আত্মঘাতী ওই গৃহবধূর নাম রেনুকা মোদি ২৬ বছর, তার স্বামী বিশ্বনাথ মোদি বাড়ি গাজোলের ২ নং অঞ্চলের পাঁচপাড়া সেলিমপুর এলাকায়। গৃহবধূর মামাশ্বশুর নরেশ মোদী বলেন আমার ভাগিনা বিশ্বনাথ মোদি তার কাছে ভাগ্না বউ রেনুকা মোদী ফোন বাড়িতে রেখে কাজে যেতে বলেছিল ।বিশ্বনাথ মোদি বাড়িতে ফোন না রেখে নিয়ে চলে যায় কাজে ।সেই রাগে রেন