শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের বিধানমঞ্চে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার প্রায় আড়াইশো জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। উদ্যোক্তারা জানান, প্রতি বছরের মতো এবারও রাজ্যজুড়ে প্রায় ১৭ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিটি জেলায় গিয়ে কৃতীদের পুরস্কৃত করা হচ্ছে, তারই অংশ হিসেবে রায়গঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন হয়। ভবিষ্যৎ প্রজন্মকে শিল্প-সাহিত্যে আগ্রহী করে তুলতেই এই প্রতিযোগিতা করা হয়।