তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জামালপুর এলাকার ৫৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ কার্যত ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। প্রায় আট থেকে দশ বছর ধরে অযত্নে পড়ে থাকার ফলে কেন্দ্রের টিনের ছাউনি মরিচা ধরে খসে পড়েছে, দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও কোথাও প্লাস্টার উঠে ইট বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এমনই চিত্র দেখা যায়। এছাড়াও বর্ষাকালে ঘরে জল ঢুকে পড়ে, ফলে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য খাবার তৈরি করতে হয়। ভারী বৃষ্টির দিনে র