আগামী ২০ সেপ্টেম্বর কোচবিহারে বিশাল জনসভার আয়োজন করেছে বংশী বদন পন্থী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।সেই জনসভা সফল করতে শুক্রবার আলিপুরদুয়ারে -১ ব্লকের উত্তর শিমলাবাড়ি এলাকায় জেলা কর্মীসভা করা হলো ওই সংগঠণের পক্ষ থেকে। এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ওই সংগঠণের সদস্যরা কর্মী সভায় সামিল হয়।