এবার বৈকন্ঠপুর রাজবাড়ীর ৫১৬ বছরের মনসা পূজা, পূজার পাশাপাশি ঐতিহ্যবাহী মেলাও অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো বলেই পরিচিত। এবার এই পুজো ৫১৬ বছরে পদার্পণ করল। রাজবাড়ী সদস্যদের কথায়, রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পুজিত হন। রয়েছে অষ্টনাগের মূর্তি। বেহুলা, লখিন্দর, গোদা-গোদানির মূর্তিও আছে। আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। এই পূজার বিশেষত্বআকর্ষণের কেন্দ্রব