ভয়াবহ দুর্ঘটনায় ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমারী সেন্ট্রাল ব্যাংকের সামনে সাফারি গাড়ি উল্টে গিয়ে জখম হয়েছেন চালকসহ ১৪ জন খেলোয়ার। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে শুক্রবার বেলা আড়াইটা নাগাদ এলাকায়।মেটেলি থেকে বারোবিশা যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের পাশে নিকাশি নালায় পড়ে যায় খেলোয়াড় সহ সাফারি গাড়ীটি। বারোবিশা যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি দূরপাল্লার গাড়ি জাতীয় সড়কে ছোট গাড়িটিকে জায়গা না দেওয়ায় উল্টে গিয