লাহিড়ীপুর GP র লাক্সবাগানে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ২২০ নম্বর বুথে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকদের সাংগঠনিক বৈঠক করলেন লাহিড়ীপুর অঞ্চল সভাপতি বিকাশ মন্ডল শুক্রবার বিকালে।উপস্থিত ছিলেন লাহিড়ীপুর GP প্রধান কবিতা সরদার উপ প্রধাম প্রবীর মন্ডল সহ অঞ্চল তৃণমূল নেতৃত্বরা।