যোগ্য শিক্ষক, যারা পরীক্ষা দেবেন না বলে ঠিক করেছিলেন আর সে কারণেই তাদের চাকরি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছিলেন তাদের মধ্যে একজন শিক্ষক সাদ্দাম হোসেন রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসলেন নতুন করে।দক্ষিণ ২৪ পরগণার গোবিন্দ পুর হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক সাদ্দাম হোসেন।বাড়ি হাড়োয়ার আন্দুলিয়া এলাকায়। এদিন তিনি হাড়োয়া পি জি হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন। প্রতিবাদ স্বরূপ কালো জামা পরে এদিন পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন তিনি।