ত্রিমোহিনীতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল পাটবোঝাই গাড়ি, অল্পের জন্য রক্ষা চালকের মুর্শিদাবাদের নওদা থানার ত্রিমোহনী ধরমকাটা এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় পাটবোঝাই একটি লছিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায়। জানা গেছে, পাট ওজন করাতে ধরমকাটার দিকে যাচ্ছিল গাড়িটি। সে সময়ই বাঁক ঘোরাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। তবে আশার কথা, গাড়িচালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। গাড়ির সামান্য ক্ষতি হলেও বড়সড় বিপদ থেকে