শনিবার রাত্রি বৃষ্টি হওয়ার কারণে রবিবার গোমতী নদীর জল বেড়ে যায়। যদিও ডেঞ্জার লেভেল কিংবা ফ্লাড লেভেল হয়নি তবে পরিস্থিতি খারাপ। ডি ডব্লিউ এস দপ্তরের তথ্য অনুযায়ী সুভাষ সেতুর নিকট গোমতী নদীর জলসীমা 19.70m রয়েছে বিকাল বেলায়। তবে ধীরে ধীরে নদীর জলসীমা কমে আসছে।