জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হলো কোচবিহার জেলা সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত সহ বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মরণোত্তর দুই বিশিষ্ট ক্রীড়াবিদদের সংবর্ধনার পাশাপাশি জেলার ১০ জন এবং রাজ্য অ্যাথলেটিক মিটে অংশগ্রহণকারী পাঁচজন ক্রীড়াবিদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।