ভাঙ্গন অব্যাহত রয়েছে পশ্চিম রতনপুর এলাকা জুড়ে। একের পর এক বাড়িঘর গিলে খাচ্ছে গঙ্গা। বহু পরিবার সর্বস্য হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আরো যে সমস্ত পরিবার তাদের সবকিছু হারিয়ে যাচ্ছে গঙ্গায়।লাগাতার ভাঙ্গনের জেরে এই এলাকার একটি অংশ ইতি মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তীব্রতার সাথে গঙ্গা ভাঙ্গন চালালেও বস্তাফেলা অব্যাহত রেখেছে প্রশাসন। মাটি ও বালি ভর্তি করে বস্তা ফেলেই যাচ্ছে আর দুর্নীতির হয়ে যাচ্ছে বলছেন এলাকার বাসিন্দারা।