পূর্ব মেদিনীপুর জেলার মানিকপুরে মানিকপুর শারদীয়া সেবা সমিতির দুর্গোৎসব এবার তাদের ২৫বর্ষ পূর্তি। সাড়ম্বরে মাঙ্গলিক উপাচার মেনে পূজিত হলেন মা মহামায়। সাবেকি প্রতিমা সাবেকি মন্ডপসজ্জা,গ্রামীন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে নানান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মহাদশমী মায়ের বিজয়া দশমীবিহিত পুজো,অপরাজিতা পুজো,সিঁদুর খেলার মধ্য দিয়ে সকলের সিঁদুর অক্ষয় রাখার প্রার্থনা জানিয়ে আগামী বছর আবার আসার আমন্ত্রণ জানিয়ে মা উমা কে একটি বছরেরজন্য বিদা