চুরির অভিযোগে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছিল পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ।তাদের নাম শাহারিয়া মন্ডল,উমাপদ মাহাত,নয়ন তাঁতি। শাহারিয়া মন্ডলের বাড়ি বাঁকুড়া জেলার ওন্দা থানার পুণিশোল গ্রামে। বাকি দুজনের বাড়ি আদ্রা থানা এলাকায় ।পুলিশ তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তুললে বিচারক ফের ঐ তিন দুষ্কৃতীদের সাঁতুড়ি থানার পুলিশের আবেদনের ভিত্তিতে প্রত্যেককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলে সাঁতুড়ি থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।