পলাশীপাড়া থানার উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে সমন্বয় সভা করা হলো পলাশীপাড়া থানায়। শুক্রবার পলাশীপাড়া থানার অন্তর্গত বিভিন্ন পুজো কমিটির কর্তাদের নিয়ে এই সমন্বয় সভা করা হয়, এবং বেশকিছু পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ, তেহট্ট মহকুমা পুলিশ শাসক, পলাশীপাড়া থানার ওসি সুমিত ঘোষ, তেহট্ট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল।