দক্ষিণ ধুপঝোরা এলাকায় দুটি বুনো হাতি হামলা চালিয়ে দুটি গালামালের দোকান ও একটি গাড়ি ভেঙে দিল। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন বিকেল চারটা নাগাদ বনকর্মিরা এসে ক্ষতিগ্রস্ত দোকান ও গাড়ি দেখে যায়। জানা গিয়েছে এদিন ভোর চারটা নাগাদ পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে দুটি হাতি বেড়িয়ে এসে প্রথমে দক্ষিণ ধূপঝোড়া মুচিপাড়া এলাকায় ঢুকে একটি ছোট গাড়ির কাচ ভেঙ্গে দেয় এরপর হাতি দুটো চলে যায় দক্ষিণ ধুপঝোড়া মনশ্বর পাড়া এলাকায়।