শনিবার কালা দিবস পালনে বড়ালঘাট স্বপন ও রঞ্জনের শহীদ বেদীর সামনে থেকে এক মৌন মিছিলের আয়োজন করে ৬ সেপ্টেম্বর স্মৃতি রক্ষা কমিটি,এদিনের মৌন মিছিলে পুরো ভাগে ছিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা,নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি মঞ্জুরানী ঘোষ ও তাপস ঘোষ,শহর তৃণমূলের সভাপতি শ্যামাপ্রসাদ পাল,বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ কয়েক হাজার মানুষ,উল্লেখ থাকে ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর বড়ালঘাটে তৎকালীন সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে খুন হন যুবক স্বপন দাস ও রঞ্জন সাহা।