গঙ্গা নদীর জলস্তর বাড়তে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে ভূতনিতে। দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধ অংশ দিয়ে জল ঢুকছে আর সেই জল গোটা ভূতনীর তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষকে আবারো বন্যা প্লাবিত করবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। দিন কয়েক আগে এই এলাকার বাঁধ ভেঙে জল ঢুকেছিল পরে জল নেমে যাওয়া স্বস্তি ফিরেছিল মানুষের। কিন্তু পুনরায় জল ঢুকতে শুরু করায় আবারো জলের তলায় যেতে শুরু করেছে গোটা ভূতনি।শুধু সময়ের অপেক্ষা।