Diamond Harbour 1, South Twenty Four Parganas | Aug 30, 2025
অতিরিক্ত বৃষ্টির ফলে পিচের রাস্তা পিচ উঠে গিয়ে খালাকন্ড হয়ে গেছে বেহাল অবস্থা দুর্ঘটনা বাড়ছে। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে কপাট হাট থেকে নাইয়া পাড়া থানার সামনে ১১৭ নম্বর জাতীয় সড়কে উপরে এভাবে খালা খন্ড হয়ে পড়েছে পুজোর আগেই রাস্তা না সারালে অনেকটাই সমস্যা করতে হবে সাধারণ মানুষদের।