আলিপুরদুয়ার লায়ন্স আই হাসপাতালের পক্ষ থেকে শনিবার আলিপুরদুয়ার -১ ব্লকের সাহেবপোঁতা এলাকায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিন সাহেবপোঁতা শ্রী শ্রী জ্ঞান মন্দির স্কুলে ওই শিবির অনুষ্ঠিত হয়।দুপুর থেকে শুরু হওয়া শিবির চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।সাহেবপোঁতার বেশ কয়েকজন ওই শিবিরে চোখ পরীক্ষা করান।