একশো দিনের কাজ পুনরায় চালুর দাবিকে কেন্দ্র করে সোমবার দুপুরে ঝাড়গ্রাম বিডিও অফিসে গণ ডেপুটেশন জমা দিল সারাভারত কৃষক সভা ও সারাভারত ক্ষেত মজুর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু ১০০ দিনের কাজ নয়, এদিন মোট ২১ দফা দাবি প্রশাসনের কাছে পেশ করা হয়।সংগঠনের অভিযোগ, বহুদিন ধরে রাজ্যে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে সাধারণ ক্ষেতমজুর থেকে শুরু করে গ্রামীণ দুঃস্থ পরিবারগুলি ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন।