আসানসোলে ২৯নং ওয়ার্ডে ১৩৭নং বুথে এক BLO ঝাড়খন্ড রাজ্যের সরব বিজেপি ও কংগ্রেস আসানসোল পৌর নিগমের ২৯নং ওয়ার্ডে ১৩৭নং বুথে একজন বুথ লেবেল অফিসরের খোঁজে পাওয়া গেছে সে ঝাড়খন্ড রাজ্যের জামতোড়া জেলার বাসিন্দা সে কি করে রাজ্যের বিধানসভা ভোটের কাজ blo অফিসর হয়ে কাজ করবে বলে অভিযোগ তুলেছেন আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা এবং কংগ্রেস কাউন্সিলর sm মুস্তাফা আজ দুপুর ২টায়। অপর দিকে এই বিষয়ে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসেমুল হক বলেন blo নিয়োগ করার দায়িত্