কৌশিকী অমাবস্যা উপলক্ষে কৃষ্ণগঞ্জ ময়রা পাড়াতে শুরু হলো মায়ের পুজো, কৃষ্ণগঞ্জের ময়রা পাড়াতে শুক্রবার বিকেল ৫ টা থেকে শুরু হলো বিশেষ মায়ের পুজো, দক্ষিণা কালী মায়ের মূর্তি প্রায় চার বছর ধরে এই উপলক্ষে পূজা হয়ে আসছে, প্রায় ৫ হাজার এলাকার মানুষজন এই পুজোয় যোগদান করেন। শুক্রবার সন্ধ্যে থেকে এই পুজো শুরু হবে বলে জানা যায় আর এই বিষয়ে এই পুজোর পুরোহিত শুক্রবার বিকেল ৫ টা নাগাদ আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের।