দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেলস্টেশনের অদূরে সাসানডি গ্রাম এলাকায়। রেল লাইনে নিথর দেহ উদ্ধার।স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম হারাধন রজক বাড়ি বলরামপুর ব্লকের বেলা গ্রামে। আর পি দেহটি উদ্ধার করে পুরুলিয়া স্টেশনে নিজেদের কার্যালয়ে নিয়ে যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তে পাঠাবে জি আর পি।