সাব্রুম অফিসটিলায় ইসকন সেন্টারে রাধাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়,ভক্তদের ব্যপক ভীড় লক্ষ্য করা গেছে।৩১ শে আগষ্ট রাত ৯ ঘটিকায় কির্তনের পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।জানা যায় রাধাষ্টমী মহোৎসব প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও সাব্রুম অফিসটিলায় ইসকন সেন্টারে পালিত হয়।সকাল থেকে পুজা,ভক্তিগীতি,ধর্মপাঠ,দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়