This browser does not support the video element.
দাসপুর ১: দাসপুর রাজনগর ইয়ং সোসাইটির ৬২ তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পূজো মন্ডপ
Daspur 1, Paschim Medinipur | Sep 30, 2025
আবহাওয়া কিছুটা হলেও সহায়। প্রকৃতির থেকে এটুকু পাওয়া নিয়ে মায়ের দর্শনে ভক্তদের ঢল দাসপুর ঘাটাল জুড়ে মণ্ডপে মণ্ডপে। ভিড় জমেছে দাসপুরের রাজনগর স্কুল পাড়ায় রাজনগর ইয়ং সোসাইটির ৬২ তম সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। অন্ধকার পেরিয়ে আলোর পৃথিবী গড়েছে উদ্যোক্তরা। আলোয় আলোকিত মণ্ডপে ঘুরে ঘুরে সেল্ফি তোলায় ব্যস্ততা দর্শনার্থীদের মধ্যে। এবার এই পুজোর উদ্বোধন করেন দাসপুরের।