উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলের কোচ পরিষ্কার করা হবে যন্ত্রের মাধ্যমে।অটোমেটিক মেশিনের মাধ্যমে পুরো কাজ হবে।কিভাবে সেই কাজ হবে সেটা মঙ্গলবার খতিয়ে দেখলেন আলিপুরদুয়ারের DRM দেবেন্দ্র সিং। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ রেল দপ্তরের পক্ষ থেকে জানানো হয় DRM ওই কারখানা ছাড়াও পিট লাইনের কাজ খতিয়ে দেখেন দিনভর।এছাড়াও সিকিম মহানন্দা এক্সপ্রেসের পরিকাঠামোও খতিয়ে দেখেন।