আসানসোল, কুলটি, সালানপুর, বারাবানীতে নির্ভীগ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষা রাজ্যের সমস্ত জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন পদ্ধতি। জানা যায় তিনটি সেমিস্টারের পরীক্ষাটি সম্পন্ন হবে। যেটি এর আগে বছরের মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো যেটি এইবারে পদ্ধতি বদল করা হয়েছে বলে জানা যায়। সে মতে আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, কুলটি, সালানপুর, বারাবানীতে নির্ভীগ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিকে